×

সাহিত্য

শেখ রাসেল দিবসে শিল্পকলার দিনব্যাপী আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম

শেখ রাসেল দিবসে শিল্পকলার দিনব্যাপী আয়োজন

ছবি: সংগৃহীত

   
‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শিরোনামের এ অনুষ্ঠানমালায় রয়েছে শেখ রাসেল এর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শেখ রাসেল এর প্রতি শিশুদের পত্র লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী কার্যক্রমের সূচনা হবে শেখ রাসেলের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে। সকাল ১০টায় একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সামনে বেদিতে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ১১টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি খলিল আহমদ। আলোচনা করবেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৩টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হবে ‘শেখ রাসেলের প্রতি শিশুদের পত্র লেখা প্রতিযোগিতা’। ঢাকা মহানগরীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিশু- কিশোরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য়, ৩য় ও বিশেষ স্থান অর্জনকারীদের নগদ অর্থ, সনদপত্র, মেডেল এবং সকল প্রতিযোগিকে অংশগ্রহণকারী সনদপত্র দেয়া হবে। বিকাল ৪টায় চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে ‘আমার তুলিতে শেখ রাসেল’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৮-১২ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হবে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া, জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে- রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ‘প্রিয় শেখ রাসেল’, ১৩- ১৮ বছর বয়সের শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বাংলায় ১০০০-১২০০ শব্দে ১৫ নভেম্বর ২০২৩ এর মধ্যে রচনা জমা দিতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অর্থমূল্য, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App