গান কবিতায় শেখ হাসিনার জন্মদিন উদযাপনের দ্বিতীয় দিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

গান কবিতায় শেখ হাসিনার জন্মদিন উদযাপনের দ্বিতীয় দিন। ছবি: ভোরের কাগজ
বাংলা একাডেমির ফেলো, লেখক ও সম্পাদক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চারদিনব্যাপী আলোচনা, গ্রন্থ ও কাব্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আয়োজনের দ্বিতীয় দিন বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শেখ হাসিনাকে নিবেদিত কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
নিবেদিত কবিতা আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, আশরাফুল আলম, প্রজ্ঞা লাবণী, রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ।
সংগীত পরিবেশন করেন ফকির আবুল হাশেম, বিমান চন্দ্র বিশ্বাস, মানিক রহমান, ফারহানা শিরিন নীপা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ পাল, আনোয়ার সাহদাত রবিন, মো. ফারুক, মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে বংশিবাদন করেন বিশিষ্ট শিল্পী ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।
আগামীকাল বুধবার একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বেলা ৩টায় ‘লেখক ও সম্পাদক শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় সংসদের সাবেক সদস্য অধ্যাপক অপু উকিল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
সাংস্কৃতিক পর্বে রয়েছে ‘শেখ হাসিনার উন্নয়নের পুথি’ এবং আবৃত্তি সংগঠন ‘কল্পরেখা’র প্রযোজনায় আবৃত্তিনাট্য ‘শেখ হাসিনার মানবসময়’।