অমর একুশে: নতুন বই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩ পিএম

প্রতীকী ছবি
অমর একুশে বইমেলার আজ ছিল ২৭তম দিন। এ দিন বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগের তথ্য মতে, নতুন বই এসেছে ১৮৫টি।
এর মধ্যে গল্প ২৪টি, উপন্যাস ৯টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৬৭ টি, গবেষণা ৭টি, ছড়া ২টি, জীবনী ৬টি, রচনাবলী ৩টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ৩টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩টি, রাজনীতি ১টি, স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ৩টি, ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি, অন্যান্য ৩টি। এর মধ্যে কথাপ্রকাশ এনেছে ফয়জুল লতিফ চৌধুরীর ‘কক্সবাজার’ ঐতিহ্য এনেছে মো. মহসিনের ‘সাহিত্যতত্ত্ব একটি সংক্ষিপ্ত পরিক্রমা’ জালাল উদ্দিন বিশ্বাসের ‘রুবাইয়াত-ই-উমর খৈয়াম’ শিলালিপি এনেছে আইয়ুব হোসেনের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক একশ পঞ্চাশ’ একাত্তর প্রকাশনী এনেছে আসাদুল্লাহর ‘মা যে কী’ মিজান পাবলিশার্স এনেছে রওনক বিশাকা শ্যামলীর ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ ঝিনুক প্রকাশনী এনেছে মো. রাজ্জাক উল ইসলামের ‘গ্রন্থাগার প্রেমী বঙ্গবন্ধু’ মেঘনা পাবলিকেশন্স এনেছে স্বর্ণলতা ঘোষের ‘মেঘবালিকা দূরেই থাকো’ কথাপ্রকাশ এনেছে রামেন্দু মজুমদারের ‘থিয়েটার পত্রিকা সম্পাদকীয় সংকলন ৫০’ উল্লেখযোগ্য।