শ্রীমঙ্গলে ‘মায়ার আত্মকাহন’ নাটকের মহড়ায় তারার মেলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

নাটকের মহড়া অনুষ্ঠানে বিভিন্ন দৃশ্যের চিত্র। ছবি: ভোরের কাগজ

নাটকের মহড়া অনুষ্ঠানে বিভিন্ন দৃশ্যের চিত্র। ছবি: ভোরের কাগজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান এলাকার বীরাঙ্গনা মায়া খাতুনের জীবন সংগ্রামের উপর রচিত মঞ্চ নাটক ‘মায়ার আত্মকাহন’ এর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে বাংলাদেশ-ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসবের মঞ্চে জনতা থিয়েটারের আয়োজনে নাটকটির মহড়ায় উপস্থিত ছিলেন নাটকটির লেখক, কুশীলব ও সংস্কৃতিজনেরা।
নাটকটিতে মূলত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো এক নারীর স্বাধীনতার আগে ও পরের সংগ্রামী জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। এ কাহিনিটি পুরোটাই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ গ্রামের বীরাঙ্গনা মায়া খাতুনেরর জীবন সংগ্রামের বাস্তব গল্প। মায়া খাতুন বর্তমানে বসবাস করেন শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রায়ন প্রকল্পে।
[caption id="attachment_408068" align="alignnone" width="1600"]
এ সময় উপস্থিত ছিলেন- নাটকটির রচয়িতা সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, নাট্য ব্যক্তিত্ব শ্যামল আচার্য্য, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন ও সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী।
নাটকটিতে অভিনয় করছেন শ্রীমঙ্গল জনতা থিয়েটারের সভাপতি বিকুল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমন বৈদ্য, সদস্য চৈতালী চক্রবর্তী, ঝুমন মিয়া, সুকান্ত চক্রবর্তী, আদিল বকস, দেব দুলাল চক্রবর্তী, মো. হুমায়ূন কবির, বর্ণ চক্রবর্তী, নাঈম আহমেদ, তপন তরপদার, গোপাল চন্দ্র রায় ও ইমন কল্যাণ দেব চৌধুরী ও মায়া খাতুন।
মহড়ার পর নাটকটির বিভিন্ন কুড়িওগ্রাফি দৃশ্যের নির্দেশনা দেন কামরুল হাসান দুলন, শ্যামল আচার্য্য ও বিকুল চক্রবর্তী।