ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল বিদেশি শিল্পীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১০:১১ পিএম




সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে আগত দেশি বিদেশি শিল্পীরা। ছবি: ভোরের কাগজ
১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে আগত দেশি বিদেশি শিল্পীদের পদচারণায় মুখর শিল্পকলার প্রাঙ্গণ থেকে কেন্দ্রিয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির স্মৃতিবিজড়িত আঙিনা।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চমতম দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শতাধিক দেশি বিদেশি শিল্পী। এ সময় একাডেমির সংগীত শিল্পীরা ভাষার গান পরিবেশন করেন। এরপর শিল্পীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

পরবর্তীতে শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরে দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত ৪২ প্রয়াত বরেণ্য শিল্পীর শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন।
এসবের পাশাপাশি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন আয়োজন করা হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ৫১ শিল্পীর মাসব্যাপী পারফরমেন্স আর্ট পরিবেশনা। রয়েছে কারুপণ্য মেলা।