×

লাইফ স্টাইল

ব্রুকলিনের ইটের দেয়াল: নিউইয়র্কে প্রেমের নতুন হটস্পট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

ব্রুকলিনের ইটের দেয়াল: নিউইয়র্কে প্রেমের নতুন হটস্পট

ছবি: নিউইয়র্ক পোস্ট

   

নিউইয়র্কের সিঙ্গেলরা ডেটিং অ্যাপের ক্লান্তি কাটিয়ে নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধান পেয়েছেন। ব্রুকলিনের ম্যাককারেন পার্কের একটি ইটের দেয়াল এখন সবার নজর কাড়ছে। যেখানে প্রেমের খোঁজে লোকজন তাদের ছবি ঝুলিয়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। সপ্তাহের প্রতি শনিবার এবং রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই দেয়ালটি হয়ে উঠছে নিউইয়র্ক সিটির ব্যস্ততম 'পিক-আপ স্পট'।

গ্রিনপয়েন্টের বাসিন্দা ২৪ বছর বয়সী গ্রিফিন ম্যাকলফলিন জানান, এটি ডেটিং অ্যাপের তুলনায় অনেক বেশি রোমাঞ্চকর। মানুষকে সরাসরি দেখার এবং জানার একটা আলাদা অনুভূতি আছে এখানে।

কাজটা বেশ সহজ, বললেন সেখানে উপস্থিত ফটোগ্রাফার বব গ্রেকো। তিনি 'পিকচার ম্যান বব' নামে বেশি পরিচিত। জানা যায়, অংশগ্রহণকারীরা দুটি পোলারয়েড ছবি তুলতে পারেন। একটি ছবি আপনি নিজের জন্য রেখে দিতে পারবেন, আর অন্যটি দেয়ালে ঝুলিয়ে দিতে হয়। সেই ছবির সঙ্গে একটি রঙিন কার্ডে নিজের সম্পর্কে ছোট্ট একটি বর্ণনা যোগ করা হয়, যেমন নাম, বয়স, পছন্দের মানুষ কেমন হওয়া উচিত ইত্যাদি।

এখানে অংশ নিতে গেলে আপনাকে একটি কিউআর কোড স্ক্যান করে ২৫ থেকে ৬০ ডলার পর্যন্ত অনুদান দিতে হবে। বেশি অনুদান দিলে আপনি একটি ট্যারট কার্ড রিডিংও পেতে পারেন। তবে মূল আকর্ষণ হলো এই দেয়ালে নিজের ছবি ঝুলিয়ে রেখে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

এখন পর্যন্ত ১৯ থেকে ৫৫ বছর বয়সী ৬০০ জনের বেশি মানুষ এই দেয়ালে ছবি ঝুলিয়েছেন। প্রতিটি ছবি ৫ সপ্তাহ পর্যন্ত সেখানে থাকে, আর অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ মিক্সারের আয়োজন করা হয়, যেখানে সবাই একসঙ্গে দেখা করতে পারে।

ড্যানিয়েল মিলার (২৫) নামের একজন জানান, এখানে আসা মানে বুঝতে পারা যে অন্য অনেকের মতো আপনিও সিঙ্গেল, এবং আপনি একা নন। এটা একটা নতুন অভিজ্ঞতা। অনেক মানুষই এখানে শুধু মজা করার জন্যও আসে । হয়তো কিছু হবে, হয়তোবা হবে, কিন্তু এটি তাদের অভিজ্ঞতা হয়ে থাকবে।

অনেকেই ডেটিং অ্যাপ থেকে হতাশ। যেমন ২১ বছর বয়সী আলিসা পেক বলেন, অনলাইন অ্যাপে এখন আর মানুষের মধ্যে সঠিক সংযোগ পাওয়া যায় না। আমি এমন কাউকে খুঁজছি, যিনি সত্যিকারের সম্পর্ক চান।

বেন আব্রাহামসন (৩৪) এই দেয়ালে ছবি ঝুলিয়ে এরই মধ্যে দুজনকে ডেটে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ডেটিং অ্যাপগুলোতে অনেক অপশন থাকে, যা মাঝে মাঝে বড্ড বিভ্রান্তিকর। কিন্তু এই দেয়ালটা সেই অপশনগুলোকে কমিয়ে আনে, আর সরাসরি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে।

এই ইটের দেয়াল শুধু নিউইয়র্কের সিঙ্গেলদের জন্য নতুন এক সুযোগ নয়, বরং পুরনো দিনের মতো সরাসরি মানুষের সঙ্গে পরিচিত হয়ে সম্পর্ক গড়ে তোলার একটি বিশেষ স্থান হয়ে উঠেছে।

নিউইয়র্কের দেখা দেখি বাংলাদেশের তরুণরাও হয়ত একসময় এমন দেয়ালে তৈরি করে ফেলবে প্রেমের হটস্পট। এমনটাই মনে করছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেকেই।

আরো পড়ুন: আধুনিক নারীর যৌন আকাঙ্ক্ষার এক চমকপ্রদ জরিপ

নিউইয়র্ক পোস্ট অবলম্বনে রোমাঞ্চ তালুকদার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App