×

আইন-বিচার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

সাবেক জনপ্রশাসনমন্ত্রী রিমান্ডে

ছবি: সংগৃহীত

   

ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মানস রঞ্জন দাস জানান।

এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেয়া হয়। এ সময় ফরহাদের মাথায় হেলমেট থাকলেও হাতে হাতকড়া ছিল না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, সাবেক মন্ত্রী স্বাভাবিক চেহারায় আদালতে উপস্থিত হয়। এ সময় ছাত্র আন্দোলনের হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এ সময় তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর জেলা জামায়াতের তৎকালীন সেক্রেটারি জেনারেল সাইফুল মোহাম্মদ তারেক হত্যা মামলায়ও রিমান্ড আবেদন করেন। কিন্তু এদিন রিমান্ড শুনানি হয়নি। শুনানির জন্য বিচারক পরবর্তী দিন ধার্য করেন বলে জানান নাছিম।

আদালত পরিদর্শক মানস রঞ্জন বলেন, “নিরাপত্তার কথা ভেবে গোপনীয়তা রক্ষা করার কারণে কারও জানার আগেই শুনানি শেষ করা হয়।”

৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App