×

আইন-বিচার

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা: বার সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা: বার সভাপতি

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

   

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় এমনটা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পতিত সরকারের কাজ। তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ নষ্ট করতেই এই স্যাবোটাজ (নাশকতা)। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে নজিরবিহীন বিচার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, পতিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অবশ্যই অফিসিয়াল নথিতে আছে। সেগুলো যাতে কোনোরকম সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন না করা যায়, সে জন্য হয়তো আওয়ামী লীগ বা তাদের দোসরা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে।

আরো পড়ুন: সচিবালয়ে অগুনের ঘটনায় সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন, সুরক্ষা বাড়াতে চিঠি

এ সময় সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, কোনোভাবে সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ক্ষতিগ্রস্ত হলে বিচার বিভাগের পাশাপাশি দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে লাখ লাখ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটের দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App