×

আইন-বিচার

আদালতে শাহজাহান ওমর বললেন, আজ সেই দুষ্টু লোকেরা কোথায়?

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

আদালতে শাহজাহান ওমর বললেন, আজ সেই দুষ্টু লোকেরা কোথায়?

আদালতে ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর। ছবি: ভোরের কাগজ

   

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য আলোচিত ও সমালোচিত নেতা ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে তাকে আদালতে আনা হয়। 

এদিন প্রিজন ভ্যান থেকে নেমেই শাহজাহান ওমর গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, সেদিন যারা ডিম ও জুতা নিয়ে আসছিলো, আজ সেই দুষ্টু লোকেরা কোথায়? এর আগে ঝালকাঠির কাঁঠালিয়া থানার একটি মামলায় তিনি ঝালকাঠি কারাগারে রয়েছেন। 

শাহজাহান ওমরকে আদালতে তোলা হলে তার জামিন আবেদন জানান তার আইনজীবী নাসির উদ্দিন কবির এবং বনি আমিন বাকলাই। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রাসেল আহম্মেদ শাহজাহান ওমর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানসহ আওয়ামী লীগের ৫জন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন। 

একই দিন রাজাপুর উপজেলা বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদের দায়ের করা জিআর ১২১ রাজাপুর থানার আরেকটি মামলায় শাহজাহান ওমর, রাজাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির, ইউপি সদস্য মো. রাসেল ও তাওহীদ, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে  দৃশ্যত গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায়।

আরো পড়ুন: শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যেসব মাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ

গত ২১ নভেম্বর গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার সময় বিক্ষুব্দ জনতা এবং বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা শাহজাহান ওমরকে লক্ষ্য করে ডিম এবং জুতা নিক্ষেপ করেছিলো। আদালত চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার কড়া নিরাপত্বা জোড়দার করা হয়। পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী তিন স্তরে ঘিরে রেখেছিলো ঝালকাঠির আদালত চত্বর ও এর আশপাশের এলাকা।

ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কারাগারে নেয়ার সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, রাজাপুরের যে বাড়িটা আগুন দিয়েছে সেটা আমার নিজের সম্পত্তির উপর নির্মাণ করা বাড়ি। আমি ওদিন বাড়িতে ছিলাম নাহ। ৩০ তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় সংবাদ সম্মেলন করি এটা বিভিন্ন মিডিয়ায় রেকর্ড আছে। ঝালকাঠি ডিসি অফিসে রেকর্ড আছে। এটা মিথ্যা মামলা। আমার নিজের বাড়ি আমি আগুন দিবো এটা কোনদিন হয়? কারাগারে থাকা এটা কোন ঘটনা নাহ। আমি আবার সংসদ নির্বাচন করবো। 

শাহজাহান ওমরের আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, রাজাপুরের একটি বিস্ফোরক মামলায় পুলিশ ওমর ও মনিরুজ্জামানসহ ৫ জনের দৃশ্যত গ্রেপ্তারের দরখাস্ত করায় আদালত তাকে গ্রেপ্তার করে। ৫ মে শাহজাহান ওমর দেশের বাহিরে চিকিৎসার জন্য ছিলেন তিনি এই ঘটনায় জড়িত না। আমরা জামিন আবেদন করেছি আদালত নামঞ্জুর করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App