×

আইন-বিচার

খালাস পেলেন বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

খালাস পেলেন বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

বিএনপির সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহীম। ছবি: সংগৃহীত

   

ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহীমকে রাজউকের মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয়ার মামলায় খালাস দিয়েছেন আদালত। রবিবার (১ ডিসেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হাফিজ ইব্রাহীম আদালতে উপস্থিত ছিলেন। 

এর আগে ২০১৭ সালের ১৩ মার্চ রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, হাফিজ ইব্রাহীম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এমপি থাকাকালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় ৫ কাঠার একটি সরকারি প্লট নেন। ২০০৪ সালের ২৫ জানুয়ারি রাজউকে গুলশান ও বনানী আবাসিক এলাকায় প্লট বরাদ্দের জন্য আবেদন করেন। 

আরো পড়ুন: গ্রেনেড হামলা মামলার রায়ের যে প্রতিক্রিয়া জানালো বিএনপি

এই আবেদনের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি উল্লেখ করেন, ‘বৃহত্তর ঢাকা মহানগরীর রাজউকের আওতাধীন এলাকায় কোথাও তার নিজের নামে, স্ত্রী/স্বামী, নির্ভরশীল ছেলে-মেয়ে অথবা পোষ্যের নামে কোনো আবাসিক জমি বা বাড়ি/ফ্ল্যাট খরিদ কিংবা উত্তরাধিকার সূত্রে নাই অথবা পূর্বতন ডিআইটি বর্তমানে রাজউক অথবা কোনো সরকারি সংস্থা কর্তৃক কোনো আবাসিক জমি বা বাড়ি বরাদ্দ অথবা লিজ প্রদান করা হয়নি’। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক ২০০৫ সালের ৮ মে তার নামে বনানী আবাসিক এলাকায় প্লট বরাদ্দের একটি সাময়িক বরাদ্দপত্র প্রদান করা হয়।

ওই বছর ২৭ ডিসেম্বর রাজউক তার নামে ওই প্লটের একটি লিজ দলিল সম্পাদন করে দেয়। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাফিজ ইব্রাহীম নিজ নামে ২০০৫ সালের ১০ এপ্রিল গুলশানে ৪ কাঠা এবং ৩ কাঠা জমি ক্রয় করে ৭ কাঠা জমির মালিক হন। ওই জমি থাকার পরও তিনি মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট গ্রহণ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App