×

আইন-বিচার

ড. আসিফ নজরুলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের পুনরাবৃত্তি হলে সমুচিত জবাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

ড. আসিফ নজরুলের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের পুনরাবৃত্তি হলে সমুচিত জবাব

ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করছেন আইনজীবীরা। ছবি : সংগৃহীত

   

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিদেশের মাটিতে আওয়ামী দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করছেন আইনজীবীরা।

সোমবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবীদের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্ট বার’র সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

এডভোকেট জয়নুল আবেদীন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না। জনগণ তাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। যদি তিনি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো-টুকরো করে ছিঁড়ে ফেলেছে, তেমনি তারও অনুরূপ পরিণতি হতে পারে।


জয়নুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ফ্যাসিস্টদের দোসর ও দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। উদ্যত আচরণ করে মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। ড. আসিফ নজরুলের সঙ্গে ওই দুষ্কৃতিকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ছাত্র-জনতাসহ আইনজীবীরা জেগে উঠেছে। এরূপ আচরণের পুনরাবৃত্তি হলে সমুচিত জবাব দেবে জনগণ।

আরো পড়ুন : উপদেষ্টা আসিফ নজরুলের ওপর অশোভন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা

অন্যান্য বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয় ৫ আগস্ট। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। নজিরবিহীন বলপ্রয়োগ গুম, খুন, গণহত্যা, হাজার-হাজার মানুষকে গুলি ও নির্যাতন চালিয়ে ক্ষমতা শেষ রক্ষা হয়নি তাদের। পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার ও তাদের দোসরদের মাথাচাড়া দিয়ে উঠা রুখে দেবে দেশের বীর জনতা।

সমাবেশে আরো বক্তৃতা করেন সুপ্রিম কোর্ট বার’র সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App