আত্মসমর্পণের কারণ জানালেন সাংবাদিক মাহমুদুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তার জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণের সময় মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে মেরুদণ্ড সোজা রাখতে হবে। আমি মেরুদণ্ড সোজা রাখতে এসেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই আজকে আত্মসমর্পণ করেছি। এই লড়াই চলবে।
তিনি বলেন, এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। তৎকালীন সরকার ফ্যাসিবাদী শাসন বজায় রাখতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করেছে। আমি বাংলাদেশের আইন অনুযায়ী আত্মসমর্পণ করেছি। তবে আমার লড়াই এখানেই শেষ নয়, তা অব্যাহত থাকবে।
মাহমুদুর রহমান অভিযোগ করেন, এ মামলা উদ্ভট এবং ভিত্তিহীন। সরকার তার ক্ষমতা ধরে রাখতে এবং বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে আমার বিরুদ্ধে এই মামলা করেছে। যদিও এই মামলা মিথ্যা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ন্যায়বিচার হবে এবং আমি আইনি লড়াই চালিয়ে যাব।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত মাহমুদুর রহমানসহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার, এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
আরো পড়ুন: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেলেন না কেন?
মামলাটি নিয়ে মাহমুদুর রহমান আরো বলেন, আমি ন্যায়বিচারের জন্য লড়াই করছি। সরকার বিরোধী মত প্রকাশের কারণে আমাকে সাজা দিয়েছে, তবে আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব।