যে দুটি মামলায় বাবরের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ২টি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। এই মামলাগুলো হলো ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলা। উভয় মামলাই বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেকটি মামলায় ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, ২০০৭ সালের ২৬ জুলাই বাবরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। সর্বশেষ প্রকাশ্যে বাবরকে দেখা গেছে গত বছরের ১২ অক্টোবর।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৪৩ বছর। যদিও তার জাতীয় রাজনীতিতে তখন তেমন পরিচিতি ছিল না, তবুও তাকে এই দায়িত্ব প্রদান বিস্ময় সৃষ্টি করেছিল। নেত্রকোণা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তার পরিচিতি ছিল সীমিত।
আরো পড়ুন: যে মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর
বিশেষজ্ঞদের মতে, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ক্ষমতার সমান্তরাল কেন্দ্র হিসেবে বিবেচিত ‘হাওয়া ভবনের’ সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাবরের উত্থানের মূল কারণ। এছাড়া, নানা বিতর্কিত মন্তব্যের জন্যও তিনি সে সময় সংবাদমাধ্যমে আলোচিত হয়ে ওঠেন।