×

আইন-বিচার

জেনারেল আজিজ ও তার দুই ভাইয়ের দুর্নীতির অনুসন্ধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

জেনারেল আজিজ ও তার দুই ভাইয়ের দুর্নীতির অনুসন্ধান

ছবি: সংগৃহীত

   

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ২ ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এই অনুসন্ধানকে ঘিরে দেশব্যাপী সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

দুদকের প্রধান কার্যালয় থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।

অনুসন্ধানের মূল লক্ষ্য- অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, এবং ক্রয়-বাণিজ্যের মতো গুরুতর অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ খুঁজে বের করা। বিভিন্ন সূত্র জানিয়েছে, দুদকের গোয়েন্দা ইউনিট প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

একই দিনে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে রয়েছে টেন্ডার বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল, সরকারি অর্থ আত্মসাৎ, এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ।

আরো পড়ুন: অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে

এই সিদ্ধান্তগুলো প্রমাণ করে যে, দুদক দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিদের দুর্নীতি তদন্তে অঙ্গীকারবদ্ধ। দেশজুড়ে ব্যাপক আলোচিত এই অনুসন্ধানগুলো প্রমাণ করতে পারে যে, কোনো প্রভাবশালী ব্যক্তিও আইনের ঊর্ধ্বে নয় এবং বিচার বিভাগ দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় রয়েছে।

দুদকের অনুসন্ধান সফল হলে, তা দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দুর্নীতি রোধে একটি দৃঢ় বার্তা পৌঁছাবে। তবে এই অনুসন্ধান কতটুকু সফল হবে এবং কী ধরনের প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App