কারিগরি বোর্ডের পরীক্ষা কার্যক্রম চেয়ে হাইকোর্টে রিট শুনানি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আদেশ বাতিল করে বাংলাদেশ কারিগরি বোর্ডের পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদানের কার্যক্রম চেয়ে একটি জনস্বার্থ রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধরার (২৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
রবিবার রিটটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটসের প্রতিষ্ঠাতা খন্দকার হাসান শাহরিয়ার। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইফফাত আরা খানম।
রিটকারীর বক্তব্য অনুযায়ী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ (৪৫ নম্বর আইন) এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে অভিযোগ উপস্থাপন করা হয়েছে। একইসঙ্গে ২০২২ সালের ৩১ জুলাই তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভায় নেয়া ৬ নম্বর সিদ্ধান্ত, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ১৩তম সভার কার্যবিবরণীর ২(ক) সিদ্ধান্ত এবং ২০২৪ সালের ২৬ জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরো পড়ুন: ১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৩১
হাইকোর্ট আজকের শুনানি শেষে আগামী রবিবার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।