×

আইন-বিচার

দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম

দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

   

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর নামে নাশকতার মামলা করেছে এক ব্যক্তি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া এলাকার সেলিম মিয়া হাওলাদার নামের এক ব্যক্তি সদর মডেল থানায় এমন একটি অভিযোগ করেন।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় হিসেবে আরো সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম অভিযোগের কথা স্বীকার করে বলেন, এটি এখনো মামলা হিসেবে রুজু হয়নি। সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতের মধ্যে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, অভিযোগে ৫০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরো হাজারখানেক রয়েছে।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ১৮ জুলাই রাতে চাঁদপুর শহরের জে এম সেন গুপ্ত সড়কে অবস্থিত মুনিরা ভবনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা প্রথমে হামলা, লুটপাট এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঘটনায় জড়িতরা হচ্ছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমনসহ অরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App