অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করার নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:১১ পিএম

ছবি: সংগৃহীত
সারাদেশের সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে এক রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টেদের রুলের জবাব দিতে বলেছেন উচ্চ আদালত। সড়ক ও সেতু বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।
আইনজীবী মনির উদ্দিন জানান, অ্যাম্বুলেন্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান বরাবরে আবেদন করেন তিনি। আবেদনের পর কোনো পদক্ষেপ না নেয়ায় রিট দায়ের করেন তিনি।
আরো পড়ুন: সচিবদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, যেসব সিদ্ধান্ত নেয়া হলো
আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল প্লাজা থেকে টোল আদায় করা হচ্ছে। একটি আধুনিক সভ্যসমাজের জন্য এটি অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান। একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, টোল প্লাজায় টোল আদায়ের জন্য যে সময় নষ্ট হচ্ছে, তাতে রোগীর জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে, অনেক সময় হাসপাতালে নেয়ার আগে মারা যাচ্ছে। কখনো বা টোল প্লাজায় অ্যাম্বুলেন্স আটকা পড়ায়– রোগীর কাছে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হচ্ছে।
আবেদনে আরো বলা হয়েছে, অথচ নাগরিকের স্বাস্থ্যসুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। তাই অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন, অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।