রিমান্ড শেষে ড্যাফোডিলের শিক্ষার্থী মাসরুর কারাগারে, নির্যাতনের অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলী থানার মামলায় রিমান্ড শেষে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মাসরুর হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন।
এর আগে এদিন মাসরুরকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরো পড়ুন: বিএনপি নেতা স্বপন কারাগারে
এদিকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন আসামিপক্ষের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, আসামি মাসরুর হাসানকে রিমান্ডে নিয়ে ইলেক্ট্রিক শক ও লাঠি দিয়ে আঘাত করে তার হাত-পা, বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গেছে। তাকে অনেক নির্যাতন করা হয়েছে।
গত ২৪ জুলাই মাতুয়াইল থেকে আসামি মাসরুরকে পুলিশ আটক করেছে এমন অভিযোগ করে তার পরিবার। পরে গত ৩০ জুলাই কদমতলী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।