মেহেরপুরে নারীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

পরিবারের দাবি জমি জায়গা সংক্রান্ত জেরে হত্যা করেছে তার ভাই ও ভাইয়ের ছেলেরা। ছবি : সংগৃহীত
মেহেরপুরে তসলিমা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম।
নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার বরকতুল্লাহ'র মেয়ে। নিহতের পরিবারের দাবি জমি জায়গা সংক্রান্ত জেরে তসলিমা খাতুনকে হত্যা করেছে তার ভাই ও ভাইয়ের ছেলেরা।
মেহেরপুর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আপন ভাই ও ভাইয়ের ছেলেদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত জেরে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে কথা কাটাকাটি চলছিল।
তিনি আরো বলেন, বুধবার থেকে নিখোঁজ ছিল তসলিমা খাতুন। বৃহস্পতিবার সকালে চাঁদবিল ডোবায় মরদেহ দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে তদন্ত চলছে, প্রতিবেদন হাতে পেলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।