স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলায়। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।
মৃতের ভাতিজা অপূর্ব দাশ বলেন, কানাইলাল দাশ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেয়ার পথে মির্জাপুর বাজারে তিনি মৃত্যুবরণ করেন। এ খবর মোবাইলের মাধ্যমে বাড়িতে জানানো হলে, স্ত্রী স্বরসতী দাশ শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা যান।
আরো পড়ুন: সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটি দুঃখজনক।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষ শোকাহত।