শুভ মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহবান

শুভ সরকার,নড়াইল
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পিএম

মঙ্গলবার মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব। ছবি : ভোরের কাগজ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় ‘দেবীপক্ষ’। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। তখন থেকেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়।
বুধবার (২ অক্টোবর) ভোরে সাংস্কৃতিক সংগঠন সুরদরিয়া নড়াইলের আয়োজনে সংগঠন কার্যালয়ে শুভ মহালয়ার এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গা দেবীকে আহবান করা হয়েছে।
সুর দরিয়া মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আহবান। শুরু হয় চণ্ডীপাঠ। আর এই চণ্ডীপাঠেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশান্তি।
চণ্ডী পাঠ করেন প্রসাদ সরকার, মৃত্যুঞ্জয় ও প্রতুল হাজরা ।এ সময় সাংস্কৃতিক সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।
মহালয়ার পাঁচ দিন পর মঙ্গলবার মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব। এবার দেবী মর্ত্যে আসছেন দোলায় (পালকি) চেপে এবং যাবেন গজে (হস্তি/ হতি)।
আরো পড়ুন : আজ মহালয়া, দেবীপক্ষ শুরু