
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৯:৩৫ পিএম
আরো পড়ুন
দুই সন্তান নীতি থেকে সরে আসলো চীন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২১, ০২:৪৫ পিএম

প্রতীকী ছবি
দুই সন্তানের বেশি নেওয়া যাবে না বলে যে নীতি প্রচলিত ছিল সেটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। এখন থেকে সর্বোচ্চ তিনটি সন্তান নিতে পারবে চীনা দম্পতিরা। সোমবার (৩১ মে) ব্রিটিশ গনমাধ্যম বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার মাধ্যমে জানা যায়, সোমবার পলিটব্যুরোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দশকের মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে, সম্প্রতি এমন এক প্রতিবেদন উঠে আসার এরপরই এ সিদ্ধান্ত এলো।
উল্লেখ্য, চীনের আদমশুমারির প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, গত বছর চীনজুড়ে প্রায় ১২ মিলিয়ন শিশুর জন্ম হয়। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৮ মিলিয়ন। ১৯৬০- এর দশকের পর এই প্রথম এত কম সংখ্যক শিশু জন্ম হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

প্রতীকী ছবি
দুই সন্তানের বেশি নেওয়া যাবে না বলে যে নীতি প্রচলিত ছিল সেটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। এখন থেকে সর্বোচ্চ তিনটি সন্তান নিতে পারবে চীনা দম্পতিরা। সোমবার (৩১ মে) ব্রিটিশ গনমাধ্যম বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার মাধ্যমে জানা যায়, সোমবার পলিটব্যুরোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দশকের মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে, সম্প্রতি এমন এক প্রতিবেদন উঠে আসার এরপরই এ সিদ্ধান্ত এলো।
উল্লেখ্য, চীনের আদমশুমারির প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, গত বছর চীনজুড়ে প্রায় ১২ মিলিয়ন শিশুর জন্ম হয়। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৮ মিলিয়ন। ১৯৬০- এর দশকের পর এই প্রথম এত কম সংখ্যক শিশু জন্ম হয়েছে।