সেন্ট ভিনসেন্টে ফের আগ্নেয়গিরির বিস্ফোরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৮:৩৭ পিএম

সপ্তাহ খানিকের ব্যবধানে সেন্ট ভিনসেন্টে ফের আগ্নেয়গিরির বিস্ফোরণ। ছবি সংগৃহিত
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ফের আগ্নেয়গিরির বিস্ফোরণ। আগ্নেয়গিরির উদগীরণ অব্যাহত থাকায় সাদা ছাইযুক্ত ধোয়ায় ছেয়ে গেছে পুরো অঞ্চল। ফলে যান চলাচল ব্যহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, সপ্তাহ খানিকের ব্যবধানে অঞ্চলটিতে আবারও একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। পুরো অঞ্চল ছেয়ে গেছে সাদা ছাইযুক্ত ধোঁয়ায়। এতে যান চলাচল ব্যহত হচ্ছে। চরম দুর্ভোগ পড়েছে বাসিন্দারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরিয়ে নেওয়া হয়েছে ১৬ থেকে ২০ হাজারের বেশি বাসিন্দাকে। এদের মধ্যে তিন হাজার জনকে অন্তত ৮০টি সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগেও আগ্নেয়গিরির উদগীরণে কালো ছাইয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল ভিনসেন্টের রাজধানী কিংস্টনের বেশিরভাগ ভবন ও রাস্তাঘাট। বিশেষজ্ঞরা বলছেন, গত ডিসেম্বরের তুলনায় স্বল্প মাত্রার উদগীরণ এখন তীব্র আকার ধারণ করছে।