করোনায় আক্রান্ত ইমরান খানের সুস্থতা কামনা মোদির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১০:০৯ এএম

ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২০ মার্চ) ইমরান খানের করোনা পজিটিভ আসে।
শনিবার (২০ মার্চ) একটি টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভকামনা। আশা করছি, দ্রুত রোগমুক্তি পাবেন।
Best wishes to Prime Minister @ImranKhanPTI for a speedy recovery from COVID-19.
— Narendra Modi (@narendramodi) March 20, 2021
গত বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছিলেন ৬৮ বছর বয়সী ইমরান খান। তার দুইদিন পরই তিনি কোভিড–১৯ আক্রান্ত হয়।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের কভিড–১৯ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।