বিদ্যুৎ বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনিতে ৯৫০ শ্রমিক আটকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০ এএম

বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে প্রায় ৯৫০ জন শ্রমিক আটকা পড়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বুধবার রাতে জোহান্সবার্গ শহর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েলকম শহরের বেয়াট্রিক্স স্বর্ণখনিতে এসব শ্রমিক আটকা পড়েন। এ পর্যন্ত ৬৫ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানায় বিবিসি।
খনির মালিক সিবানইয়ে-স্টিলওয়াটার কোম্পানি। ২৩ তলা বিশিষ্ট খনির গ্রাউন্ড ফ্লোর ৩২৮০ ফুট নিচে।
খনি কোম্পানিটির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানান, হঠাৎ বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়ে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনি থেকে বের করে আনা সম্ভব হয়নি। তবে যারা ভেতরে আটকা পড়েছেন তাদের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।
সব শ্রমিকরাই ভালো আছেন। তাদের জীবন নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।
এ পর্যন্ত ৬৫ জনকে বের করে আসা হয়েছে। আটকে পড়াদের বাকি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
সোনা উৎপাদনে দক্ষিণ আফ্রিকা বিশ্বের মধ্যে অন্যতম।তবে নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।