×

আন্তর্জাতিক

৫ বছরে প্রথম সুদের হার কমাল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

৫ বছরে প্রথম সুদের হার কমাল ভারত

ছবি: রয়টার্স

   

দীর্ঘ পাঁচ বছর পর ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে। 

গত দু’বছর ধরে অপরিবর্তিত ছিল রেপো রেট। সর্বশেষ ২০২০ সালের মে মাসে লকডাউনের সময় এটি কমানো হয়েছিল। এরপর এই প্রথমবার রেপো রেটে পরিবর্তন আনা হলো। রিজার্ভ ব্যাংকের ঋণনীতি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। 

রেপো রেট হল সেই সুদের হার, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। রেপো রেট কমলে ব্যাংকগুলো কম সুদে ঋণ নিতে পারে, ফলে তারা গ্রাহকদের জন্যও ঋণের সুদের হার কমাতে পারে।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট কমানোর উদ্দেশ্য হল ঋণকে সস্তা করা এবং আর্থিক কর্মকাণ্ডে আরো উৎসাহ যোগানো।

বর্তমানে ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হতে থাকার সময়ে আরবিআই এ পদক্ষেপ নিল। চার বছরে এরই মধ্যে সর্বনিম্ন স্তর ছুঁয়েছে ভারতীয় অর্থনীতি। ফলে এখনই ইতিবাচক কোনও পদক্ষেপ না নিলে দেরি হয়ে যেত বলেই অভিমত বিশেষজ্ঞদের।

তারা মনে করছেন, এ সিদ্ধান্তটি বেশ কিছু ইতিবাচক প্রভাব ফেলবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে ঋণের কিস্তির ওপর, কারণ রেপো রেট কমানো হলে ব্যাংকগুলো ঋণের সুদের হার কমাতে পারে। সাধারণ মানুষের জন্য তা সুখবর। এতে যারা গৃহঋণ, গাড়ী ঋণ কিংবা অন্যান্য ব্যক্তিগত ঋণ নিয়েছেন, তাদের জন্য এ সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির হবে।  

আরো পড়ুন: ভারত থেকে কীভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App