×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ট্রেনে যাত্রীকে ‘ধর্ষণ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

মুম্বাইয়ে ট্রেনে যাত্রীকে ‘ধর্ষণ’

ছবি: সংগৃহীত

   

ভারতে একের পর এক ঘটছে নারীর প্রতি পাশবিকতা ও সহিংসতার ঘটনা। এবার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ট্রেনের মধ্যে এক নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাঝ বয়সি ওই নারী একটি দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রায় পৌঁছান। 

স্টেশনে নামার পর তিনি অন্য একটি ট্রেনে ওঠেন। দ্বিতীয় ট্রেনের কামরাটি সেসময় ফাঁকাই ছিল।  ট্রেনের ওই ফাঁকা কামরাতেই তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে এক কুলিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, মাঝবয়সি ওই নারী এবং তার সন্তান শনিবার রাতের একটি ট্রেনে বান্দ্রা স্টেশনে পৌঁছান। প্লাটফর্মের অন্য দিকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেটিতে তখন কোনও যাত্রী ছিলেন না। নারী যাত্রীটি ভুল করে ওই ফাঁকা ট্রেনটিতে ওঠেন। বান্দ্রা স্টেশনের রেল পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, ওই সময়ে কেবল অভিযুক্ত কুলিই কামরায় উপস্থিত ছিলেন। 

নারী যাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে ওই কুলি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে ধর্ষণের শিকার ওই নারী বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ জানান। এ ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারীর অভিযোগের ভিত্তিতে ওই প্লাটফর্ম এবং বাকি স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। 

তাতে ওই অভিযুক্ত কুলিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।তবে নারীর সন্তান সেসময় কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেনই বা ওই নারী ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা-ও জানা যায়নি।

পিটিআইকে পুলিশ জানিয়েছে, নারী যাত্রী কী কারণে ওই ফাঁকা ট্রেনে উঠেছিলেন, তা জানার চেষ্টা চলছে। যদিও এ বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App