যুদ্ধবিরতি চুক্তিকে ‘সম্মানজনক’ আখ্যা দিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি চুক্তিকে ‘সম্মানজনক’ হিসেবে বর্ণনা করেছে। হামাস এই চুক্তি কার্যকর করতে ইসলামিক জিহাদের সমর্থন প্রয়োজন ছিল, যাতে প্রক্রিয়াটি বিঘ্নিত না হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার আমাদের জনগণ এবং তাদের প্রতিরোধ একটি সম্মানজনক চুক্তি চাপিয়ে দিয়েছে, যাতে আগ্রাসন বন্ধ হয়।
ইরান-সমর্থিত এই সন্ত্রাসী গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির শর্তের মধ্যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ‘সম্মানজনক’ বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।
তারা আরো বলেছে, গাজার গোষ্ঠীগুলো এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সতর্ক থাকবে।
ইসলামিক জিহাদের যোদ্ধারা হামাসের সঙ্গে যৌথভাবে ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলে আক্রমণের সময় বন্দিদের আটক করে এবং তারপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
গাজায় চুক্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই যুদ্ধবিরতির দীর্ঘস্থায়ী প্রভাব এবং গাজা ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যতের সম্পর্কের ওপর নজর রাখছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা আশা করছেন, এই চুক্তি উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার দিকে নিয়ে যেতে পারে, যদিও উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি।
এই চুক্তির সফল বাস্তবায়ন হলে এটি গাজা অঞ্চলে একটি শান্তির বার্তা পৌঁছে দিতে পারে, যা দীর্ঘদিন ধরে সংঘাতে বিধ্বস্ত। তবে পরিস্থিতির উন্নতি হবে কিনা, তা সময়ই বলবে।