×

আন্তর্জাতিক

সরকারের সঙ্গে মধ্যস্থতাকারী দলীয় নেতাদের সঙ্গে বসছেন ইমরান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম

সরকারের সঙ্গে মধ্যস্থতাকারী দলীয় নেতাদের সঙ্গে বসছেন ইমরান খান

ছবি: সংগৃহীত

   

সরকারের সঙ্গে আলোচনাকারী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী দুদিনের মধ্যেই এই বৈঠক হতে পারে। 

পিটিআই এবং সরকারের মধ্যে চলমান আলোচনা সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, পিটিআই নেতা আইয়ুব রবিবার (১২ জানুয়ারি) সকালে স্পিকার সাদিককে একটি বার্তা পাঠিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিক্রিয়ায় স্পিকার পিটিআইয়ের আলোচনাকারী কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠাতার বৈঠকের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছেন।

যদিও সাদিক স্পষ্ট করেছেন ইমরান খানের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা তার দায়িত্ব নয়, তবে তিনি উভয় পক্ষের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

স্পিকার সাদিক বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা কখনো আমার দায়িত্ব ছিল না এবং এখনো নেই। তবে আলোচনাকারী কমিটি যাতে তার সঙ্গে দেখা করে, তা নিশ্চিত করার চেষ্টা করব।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার সরকারি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং সম্ভবত আগামী দুদিনের মধ্যে পিটিআইর আলোচনাকারী দল ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবে। পিটিআই প্রতিনিধি দল বৈঠকের পর তাদের লিখিত দাবিগুলো উপস্থাপন করার পরিকল্পনা করছে।

উল্লেখ্য, সরকার ও পিটিআই নেতাকর্মীর মধ্যে এর আগে দুই দফা আলোচনা হয়েছে। আগামী বুধবার (১৫ জানুয়ারি) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App