ব্রিকস জোটের পূর্ণ সদস্যপদ পেল ইন্দোনেশিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ব্রাজিল সরকার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশটি দীর্ঘদিন ধরেই এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে আসছিল।
ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি এবং তথাকথিত ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থ রক্ষা করার লক্ষ্যে নেয়া হয়েছে।
সর্বসম্মত সিদ্ধান্তে সদস্যপদ
২০২৫ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করবে ব্রাজিল। ব্রাজিলের সরকার জানিয়েছে, সদস্য দেশগুলোর সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়েছে। এই সম্প্রসারণ উদ্যোগটি ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অনুমোদন পায়।
ব্রাজিলের বিবৃতিতে আরো জানানো হয়, ইন্দোনেশিয়ার আবেদন ২০২৩ সালেই অনুমোদন করা হয়েছিল। তবে দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দায়িত্ব নেয়ার পর এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রাবোও সুবিয়ান্তো গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
গ্লোবাল সাউথে ইতিবাচক ভূমিকা
ব্রাজিল সরকার আশা প্রকাশ করেছে, ব্রিকসের নতুন সদস্য হিসেবে ইন্দোনেশিয়া গ্লোবাল সাউথে সহযোগিতা আরো গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রসারিত ব্রিকস জোট
ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তির মাধ্যমে ব্রিকস জোট আরো সম্প্রসারিত হলো। বর্তমান সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল। সম্প্রতি মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও এই জোটের অংশ হয়েছে।
ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি ব্রিকস জোটকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে, যা উদীয়মান অর্থনীতির দেশগুলোর বৈশ্বিক প্রভাব বাড়াতে সহায়ক হবে।