আলোচনার আগে চাহিদাপত্রের ‘চূড়ান্ত রূপ’ দেবেন ইমরান খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমান সরকারের সঙ্গে আসন্ন আলোচনায় বসার আগে চাহিদাপত্রের ‘চূড়ান্ত রূপ’ দেবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
সূত্র জানায়, আলোচনা কমিটি চাহিদাপত্র চূড়ান্ত করতে শনিবার বা সোমবার পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছে।
সূত্র আরো জানায়, তবে এই চাহিদাপত্রে পিটিআই সবচেয়ে সিনিয়র বিচারকদের সমন্বয়ে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি করেনি।
সূত্রের মতে, পিটিআই পরবর্তী আলোচনার অধিবেশনে লিখিত আকারে দাবি জমা দেয়ার পরিকল্পনা করেছে। দলের নেতৃত্ব ভবিষ্যতে আলোচনায় স্পষ্টতা নিশ্চিত করার জন্য তাদের প্রস্তাবগুলোকে আনুষ্ঠানিক করার জন্য প্রস্তুত করা হয়েছে।
আরো বলা হয়েছে, আলোচনা কমিটি সমাধানের জন্য একটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের দিকে মনোনিবেশ করেছিল।
এর আগে পিটিআইয়ের নেতারা জানান, সরকারের সঙ্গে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো অনুরোধ করবেন না জেলবন্দি ইমরান খান। জনগণের জন্য কারাভোগ করতে বা যে কোনো ত্যাগ স্বীকারে ইমরান প্রস্তুত বলেও জানিয়েছে দলটি।