×

আন্তর্জাতিক

দোকানের ওপর আছড়ে পড়লো উড়োজাহাজ, সব আরোহী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

দোকানের ওপর আছড়ে পড়লো উড়োজাহাজ, সব আরোহী নিহত

ছবি: সংগৃহীত

   

দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাডোরে দোকানের ওপর আছড়ে পড়েছে একটি উড়োজাহাজ। এতে উড়োজাহাজটিতে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর: বার্তা সংস্থা রয়টার্স

রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, রবিবার সকাল ৯টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইজ ক্লদিও গ্যালেজিসহ বাকি ৯ যাত্রীর সবাই মারা যান। লুইজ ক্লদিও নিজেই  ছিলেন। আর যাত্রী সবাই ছিলেন তারই পরিবারের সদস্য।

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, ‘১৯৯০ সালে তৈরি টুইন-ইঞ্জিন পাইপার পিএ-৪২-১০০০ নামের উড়োজাহাজটি সকাল ৯টার কিছু সময় পর ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো রাজ্যের জুনদিয়াইয়ের দিকে যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে।’

উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে, তারপর একটি বাড়ির দ্বিতীয় তলায় আঘাত করে এবং এরপর একটি আসবাবের দোকানে আঘাত করে। ধ্বংসাবশেষ কাছের একটি সরাইখানাতেও ছড়িয়ে পড়েছে।

অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App