সবার ওপরে ‘মহম্মদ’ ব্রিটেনে জনপ্রিয়তম নামের তালিকায় চমক

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত
সবাইকে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো ‘মহম্মদ’! জানা গিয়েছে, ব্রিটেন এবং ওয়েলসে সদ্যোজাত ছেলের নাম ‘মহম্মদ’ রাখছেন অধিকাংশ অভিভাবক। ২০২৩ সালে জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে মহম্মদ। এমনটাই জানা গেল ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স সূত্রে।
প্রতি বছর সদ্যোজাতদের জনপ্রিয় নামের তালিকা তৈরি করে এই সংস্থা। ২০২২ সালে ব্রিটেনে ছেলের নামের তালিকায় সবার উপরে ছিল নোয়া। দ্বিতীয় স্থানে ছিল মহম্মদ। এক বছরে পরে ছবিটা উলটে গিয়েছে। ছেলেদের জনপ্রিয়তম নাম হিসাবে উঠে এসেছে মহম্মদ। দ্বিতীয় স্থানে নোয়া। জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ব্রিটেনে ৪১৭৭টি সদ্যোজাত ছেলের নাম মহম্মদ রাখা হয়েছিল। এক বছর পরে সেই সংখ্যাটা ৪৬৬১ পর্যন্ত পৌঁছে গিয়েছে।
রাজধানী লন্ডনের পাশাপাশি উত্তর এবং পশ্চিম মিডল্যান্ড এলাকায় মহম্মদ নামের জনপ্রিয়তা বেশি বলে জানা গিয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের পরিসংখ্যান অনুযায়ী, মহম্মদ নামের আরো দুটি ধরণও বেশ জনপ্রিয় ইংল্যান্ড এবং ওয়েলসে। জনপ্রিয় নামের তালিকায় ২৮ নম্বরে রয়েছে মোহাম্মেদ এবং ৬৮ নম্বরে রয়েছে মোহাম্মাদ। পুত্রসন্তানের জনপ্রিয় নামের তালিকায় নতুন হিসাবে উঠে এসেছে বোধি, জ্যাক্স ইত্যাদি।