ভয়াবহ বোমা হামলায় উড়িয়ে দেয়া হবে তাজমহল, চরম আতঙ্কে হুলস্থূল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত
মোঘল স্থাপত্যের অনন্য নিদর্শরন তাজমহল ভয়াবহ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এর জেরে সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে নাভিশ্বাস উঠেছে যোগী প্রশাসনের। আগ্রার পাশাপাশি উত্তরপ্রদেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। থ্রেট কল পেয়েই মাঠে নেমেছে পুলিশ। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগ।
ই-মেইলের মাধ্যমে তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এসিপি তাজ সিকিউরিটি সৈয়দ আরিব আহমেদ বলেন, পর্যটন বিভাগ এই বিষয়ে একটি ই-মেইল পেয়েছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা বেড়েছে। তবে হুমকির অধিকাংশই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তবে তাজমহল বিশ্ব বিখ্যাত ঐতিহ্য। তাই এটিকে উড়িয়ে দেয়ার হুমকি পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
ই-মেইল পাওয়ার পরই তাজমহলের ভেতর ও বাইরে চলে তল্লাশি। সিআইএসএফ সেনারা তাজমহলের ভেতরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছেন। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিশাল পুলিশ বাহিনী তাজমহলের সামনে মোতায়েন করা হয়েছে। কোনো আইপি আড্রেস থেকে মেইল পাঠানো হয়েছে তাও খতিয়ে দেখার কাজ চলছে। এদিন সকালে বোমা হামলার হুমকি পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি।
কিন্তু পর্যটকদের আতঙ্ক কাটছেই না। তাদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। চারদিকে হুলুস্থূল পড়ে গেছে।