×

আন্তর্জাতিক

নিজের বাসভবনে তল্লাশি চালানো এফবিআই প্রধানকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম

নিজের বাসভবনে তল্লাশি চালানো এফবিআই প্রধানকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

   

নিজের বাসভবনে তল্লাশি চালানো এফবিআই প্রধানকে সরিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এফবিআই প্রধান হিসেবে তিনি নিয়োগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ ‌‘কাশ’ প্যাটেলকে।

কাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে তিনি ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন, যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প।

যদিও এফবিআইর বর্তমান পরিচালক রেইর চাকরির মেয়াদ আরো তিন বছর রয়েছে। ২০২৭ পর্যন্ত তার মেয়াদ থাকলেও তাকে সরিয়ে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। রেই এফবিআইর প্রধান থাকার সময় আদালতের সম্মতিতে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল। এ ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কাশ প্যাটেলকে এ পদে নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এফবিআই প্রধানদের রাজনীতিমুক্ত রাখতে তাদের পদের মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়।

শনিবার এক ঘোষণায় বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে পদ থেকে সরিয়ে দেয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

তবে প্যাটেলের মনোনয়নে সিনেটে ডেমোক্র্যাটদের কাছ থেকে কিছুটা বিরোধিতা আসতে পারে। ট্রাম্প ক্ষমতায় এলেও রেইর পদত্যাগের কোনো ইচ্ছা নেই বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। 

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। খবর: রয়টার্সের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App