ক্ষোভে উত্তাল ইরান, পোশাক খুলে প্রতিবাদ করা সেই তরুণীর নি:শর্ত মুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

ছবি: টুইটার
ইরানের এক তরুণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ্যে হেঁটেছিলেন শুধু অন্তর্বাস পরে । কড়া পোশাকবিধির প্রতিবাদ করতে গিয়ে নিজের পরনের পোশাক খুলে ফেলে এমন কাণ্ড ঘটিয়েছিলেন এই তরুণী । এই ঘটনার পর ইরান পুলিশের হাতে আটক হন তিনি । এবার তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ফুঁসে উঠেছে দেশটির মানুষ। পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘও।
ইরানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইতিমধ্যে বিবৃতি দিয়ে ওই তরুণীর মুক্তির দাবি জানিয়েছে। সেইসঙ্গে পুলিশি হেফাজতে থাকাকালীন তরুণীর উপর যাতে কোন রকম নির্যাতন না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে। তরুণীকে গ্রেপ্তারের সময়ে মারধর এবং তার উপর যৌন হেনস্থার কিছু অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগগুলিরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি।
ইরানের ওই তরুণী গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি মাই সাটো। তরুণীর অন্তর্বাস পরে হাঁটার ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, এই ঘটনাটির দিকে আমরা নজর রেখেছি। বিশেষত, ইরান সরকার কী পদক্ষেপ নেয়, কী বিবৃতি আসে, তার দিকে নজর রাখা হচ্ছে।
শনিবার (২ নভেম্বর) ইরানের একটি ভিডিও সে্যাশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতে দেখা গেছে, ইসলামিক আজাদ ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে শুধু অন্তর্বাস পরে হাঁটছেন তরুণী। হিজাব তো বটেই, পরনের পোশাকের অধিকাংশই তিনি খুলে ফেলেছেন। ভিডিওটিতে অন্য যে নারীদের দেখা গিয়েছিল, তারা সবাই আপাদমস্তক হিজাব পরে ছিলেন।
ইরানের শরিয়ত আইন অনুযায়ী, নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। এ নিয়ে কঠোর দেশরটির প্রশাসন । কড়া পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণী পোশাক খুলেছিলেন বলে ধারনা করা হচ্ছে।
যদিও প্রাথমিক ভাবে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছিলেন, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তাকে নিরাপত্তা রক্ষীরা আটক করে নিয়ে গিয়েছিল। বলা হয়েছিল, তরুণীকে মানসিক হাসপাতালে পাঠানো হতে পারে। কিন্তু পরে জানা যায় তাকে গ্রেপ্তার করেছেন ইরান কর্তৃপক্ষ। তরুণীর খোঁজ মিলছে না বলেও খবর ছড়ায়। যার জেরে দেশ এমনকি সারা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
২০২২ সালে অনুরূপ ঘটনা ঘটেছিল ইরানে। ১৯ বছরের মাহশা আমিনির মৃত্যু ইরানে আগুন জ্বালিয়েছিল। পোশাকবিধি না মানায় তাকে আটক করেছিলেন নিরাপত্তারক্ষীরা। তার পর আইনি হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।
সূত্র: রয়টার্স