×

আন্তর্জাতিক

যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

   

বাবা সিদ্দিকির যে হাল হয়েছে, ঠিক সেভাবেই খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। 

মুম্বাই পুলিশের কাছে এলো মুখ্যমন্ত্রীকে খুন করার এমনই হুমকিবার্তা। আর সেই হুমকিবার্তা নিয়েই হুলস্থূল পড়েছে ভারতজুড়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, হুমকিতে ১০ দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে আদিত্যনাথকে, তা না হলে বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে তাকে। 

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। এই হুমকিবার্তার নেপথ্যে কে বা কারা, খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

বিশেষ করে বাবা সিদ্দিকি খুনের পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মুম্বাই পুলিশ। তাই আর কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা।

হুমকিবার্তা সম্পর্কে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করা হয়েছে। মুম্বাই পুলিশের বার্তা পাওয়ার পরই যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরো আঁটসাঁট করা হয়েছে। 

এই হুমকিবার্তার সঙ্গে কোনো গ্যাংয়ের সংযোগ রয়েছে কিনা, কোন এলাকা থেকে ফোন করা হয়েছিল, তা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর পুত্র জিশানের অফিসের বাইরে দুষ্কৃতকারীদের গুলিতে মৃত্যু হয় বাবা সিদ্দিকির। সেই হামলার ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে আসে।

তদন্তকারীদের দাবি, হামলার নেপথ্যে ছিলেন লরেন্সের ভাই আনমোল। কানাডায় বসে সিদ্দিকিকে খুনের ছক কষা হয়েছিল। আনমোলকে কানাডা থেকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সিদ্দিকি খুনের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ১৯।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App