মৈত্রী এক্সপ্রেসে বিএসএফ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১০:৪৩ এএম

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশী নারীর ওপর বিএসএফ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে।
ট্রেনটির নিরাপত্তায় থাকা সেই বিএসএফ সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী এবং তাঁর স্বামী।
পূর্ব রেল কর্তৃপক্ষের বরাতদিয়ে বিবিসি বাংলা জানায়, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পরে ওই বাংলাদেশী নারী দমদম আর ব্যারাকপুরের মাঝামাঝি স্থানে ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। সেই সময় এক বিএসএফ সদস্য টয়লেটের ভেতরে ঢুকে সেই নারী যাত্রীর ওপর যৌন হামলা করেন ।
ওই নারী যাত্রী তাঁর আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশন গেদে-তে পৌঁছানর পরে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়।
পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এক বিএসএফ সদস্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে, সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে, বলে জানান, পুলিশের দয়িত্বপ্রাপ্ত এই কর্মকর্ত।
বিএসএফ কর্তৃপক্ষ জানান, তারাও রেলের কাছ থেকে বাংলাদেশী নারীর ওপর যৌন হামলার বিষয়টি জেনেছে।
বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন।
আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফের ওপরে।