×

আন্তর্জাতিক

সরানো হলো ফিলিস্তিনের ১৯ সিনেমা, বিতর্কের মুখে নেটফ্লিক্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পিএম

সরানো হলো ফিলিস্তিনের ১৯ সিনেমা, বিতর্কের মুখে নেটফ্লিক্স

ছবি : সংগৃহীত

   

২০২১ সাল থেকে ফিলিস্তিনের ৩২টি সিনেমা জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলছিল। এই প্ল্যাটফর্ম থেকে ১৯টি সিনেমা সরিয়ে নেয়া হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। দ্য হলিউড রিপোর্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাগুলো সরানোর বিষয়ে নেটফ্লিক্স ব্যাখ্যা দিয়েছে।

নেটফ্লিক্স প্রথমে এক ঘোষণায় জানায় যে, তারা ফিলিস্তিনিদের নিয়ে নির্মিত ১৯টি সিনেমা সরানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ঘোষণার পর ফিলিস্তিনিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা নেটফ্লিক্সের এ পদক্ষেপকে বিদ্বেষমূলক হিসেবে অভিহিত করে। বিষয়টি এক পর্যায়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করে এবং বিতর্কের রূপ নেয়।

সান ফ্রান্সিসকো ভিত্তিক সংস্থা ফ্রিডম ফরওয়ার্ড সিনেমাগুলো সরানোর কারণ জানতে চেয়ে নেটফ্লিক্সের কাছে একটি খোলা চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয়, “ফিলিস্তিনি নির্মাতাদের নির্মিত এবং ফিলিস্তিনের জনগণের কথা তুলে ধরা সিনেমাগুলো কেন সরানো হয়েছে, তার ব্যাখ্যা চাই আমরা।”

নেটফ্লিক্স তাদের ব্যাখ্যায় জানায়, “আমরা ২০২১ সালে তিন বছরের জন্য এই সিনেমাগুলোর লাইসেন্স সংগ্রহ করেছি। বর্তমানে সেই লাইসেন্সগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা আমাদের বিশ্বব্যাপী দর্শকদের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মানসম্পন্ন ফিল্ম নিয়ে কাজ করছি।”

এদিকে ফ্রিডম ফরওয়ার্ডের বক্তব্য অনুযায়ী, “প্যালেস্টাইনের গল্প বিশ্বের সঙ্গে শেয়ার করার জন্য নেটফ্লিক্সের যথাসাধ্য সাহায্য করা উচিত। কিন্তু তারা উল্টো ফিলিস্তিনি চলচ্চিত্র সরিয়ে ফিলিস্তিনি গণহত্যা ও তার কণ্ঠস্বর মুছে ফেলার চেষ্টা করছে।” 

এছাড়া, এলিয়া সুলেমানের ‘ডিভাইন ইন্টারভেনশন’, অ্যানেমারি জাসিরের ‘সল্ট অব দ্য সি’, এবং মাই মাসরির ‘৩০০০ নাইটস’সহ ফিলিস্তিনের কিছু আলোচিত সিনেমা স্ট্রিমিং হয়েছিল নেটফ্লিক্সে।

সম্প্রতি এই সিনেমাগুলো নেটফ্লিক্স থেকে সরিয়ে নেয়ার ঘটনায় বিতর্ক আরো তুঙ্গে ওঠে, বিশেষ করে এমন সময় যখন ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। চলচ্চিত্র নির্মাতারা এবং সমর্থকদের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, এবং তারা দাবি করছেন যে নেটফ্লিক্সের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সাংস্কৃতিক কণ্ঠস্বরকে অস্বীকৃতি জানাচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App