ইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে- তাতে দেশটির দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। ইরানে নিহত ২ সেনার নাম হামজা জাহানদিদে এবং মোহাম্মাদ মেহদি শাহরুখিফার। খবর ইরানার।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইরানের নিরাপত্তা রক্ষা এবং জাতীয় স্বার্থের ক্ষতি রোধ করতে গিয়ে তারা ২ সেনা সদস্যকে হারিয়েছে। ইসরায়েলের আগ্রাসী ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার সময় ওই ২ সেনা প্রাণ হারিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল শনিবার ভোররাতে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের জনসংযোগ বিভাগের ঘোষণা অনুসারে ওই হামলায় কিছু জায়গায় সামান্য ক্ষতিও হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে তদন্ত করা হচ্ছে।