×

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের হামলা

নিন্দা জানালো সৌদি আরব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

নিন্দা জানালো সৌদি আরব

ছবি: সংগৃহীত

   

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইসরায়েল এ হামলা চালায়। এদিকে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলের এ আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে রিয়াদ।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় শনিবার ভোরে যে হামলা করেছে ইসরায়েল- আমরা তার তীব্র নিন্দা জানাই। এ হামলার মাধ্যমে একই সঙ্গে তারা ইরানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম ও আইনের পরিপন্থি কাজ করেছে। খবর আনাদোলুর।

মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমাগত বৃদ্ধি ও সহিংসতা বিস্তারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। কারণ, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চল এবং এখানকার জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে সতর্ক করেছে ইসরায়েলকে।

সৌদি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমাতে সক্রিয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে চলমান সামরিক সংঘাতের পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে সবাইকে প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সৌদি।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বলেছে, আমরা ইসরায়েলে ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছি।

এদিকে, ইরান বলেছে তারা ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App