×

আন্তর্জাতিক

শিখ নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা জড়িত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পিএম

শিখ নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা জড়িত

ছবি: সংগৃহীত

   

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, মার্কিন শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তা জড়িত। বিকাশ যাদব নামের ওই ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যার জন্য মানুষ ভাড়া করা ও অর্থ পাচারের অভিযোগ’ আনা হয়েছে।

বিকাশকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করে এফবিআই তার সন্ধান চেয়েছে। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ কথা জানিয়েছে। বিকাশ ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে (র) কাজ করতেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয় জানিয়েছে, তিনি আর সরকারি চাকরিতে নিযুক্ত নেই।

আল জাজিরার খবরে বলা হয়, শিখস ফর জাস্টিস গ্রুপের আইনি উপদেষ্টা গুরপতবন্ত সিং পান্নুন মার্কিন অভিবাসী শিখ নেতা। ভারতের পাঞ্জাবের শিখ সম্প্রদায় দীর্ঘ দিন ধরেই স্বাধীন রাষ্ট্র খলিস্তানের জন্য আন্দোলন করে আসছে।

গুরপতবন্ত সিং এই আন্দোলনের অন্যতম সংগঠক। ভারত খলিস্তান আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদীদের ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে আসছে। এক বিবৃতিতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওয়ে বলেন, ‘আসামি (যাদব) একজন ভারতীয় সরকারি কর্মচারি। তিনি একজন অপরাধীর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন এবং একজন মার্কিন নাগরিককে হত্যার চেষ্টা করেছিলেন।’

ক্রিস্টোফার আরো বলেন, ‘এফবিআই তাদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য সহিংসতা বা অন্যান্য প্রচেষ্টা সহ্য করবে না। গুরপতবন্ত সিংহ হত্যার ঘটনায় আরেক সন্দেহভাজন নিখিল গুপ্তাকে চেক রিপাবলিক থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। তিনি এখন মার্কিন কারাগারে বন্দি।

উল্লেখ্য, গত বছরের মে মাসে গুরপতবন্ত সিংকে হত্যার চেষ্টা চালানো হয়। এফবিআই অভিযোগে বলছে, বিকাশ যাদব ছিলেন এই হত্যাচেষ্টার মূল হোতা। তিনিই নিখিল গুপ্তকে ভাড়া করেছিলেন। গুরপতবন্তকে হত্যা করলে ভারতে নিখিলের বিরুদ্ধে একটি মামলা তুলে নেয়ার আশ্বাস দিয়েছিলেন বিকাশ।

আরো পড়ুন: কানাডায় শিখ নেতা হত্যার নির্দেশদাতা অমিত শাহ!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App