×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া আক্রান্ত হলে সহায়তা দেবে রাশিয়া: রুশ কূটনীতিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ এএম

উত্তর কোরিয়া আক্রান্ত হলে সহায়তা দেবে রাশিয়া: রুশ কূটনীতিক

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো। ছবি: তাস

   

উত্তর কোরিয়া হামলার শিকার হলে রাশিয়া সামরিক সহায়তা দেবে বলে জানিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে একটি সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে এই শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা সম্প্রতি রাশিয়ার স্টেট ডুমায় অনুমোদনের জন্য জমা দেয়া হয়েছে।

রুশ বার্তা সংস্থা টাসকে দেয়া এক প্রশ্নের জবাবে রুডেনকো বলেন, ‘গণতান্ত্রিক কোরিয়ার বিরুদ্ধে যদি কোনো আগ্রাসনের ঘটনা ঘটে, তাহলে রাশিয়া ও উত্তর কোরিয়ার আইন অনুযায়ী সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

তিনি উল্লেখ করেন, এই চুক্তির ধারা অনুযায়ী দুই দেশ পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির তৃতীয় ও চতুর্থ ধারা স্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। রুডেনকো বলেন, ‘চুক্তির চতুর্থ ধারায় বলা হয়েছে যে, যেকোনো হামলার ক্ষেত্রে উভয় পক্ষ একে অপরকে প্রয়োজনীয় সহায়তা দেবে, যার মধ্যে সামরিক সহায়তাও অন্তর্ভুক্ত।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেই রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এই সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্টেট ডুমায় অনুমোদনের জন্য জমা দিয়েছেন। ২০২৪ সালের ১৯ জুন পিয়ংইয়ংয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এই চুক্তির মেমোতে উল্লেখ করা হয়েছে, উভয় দেশ তাদের জাতীয় আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আলোকে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতার ভিত্তিতে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার আন্তর্জাতিক আইনের অন্যান্য নীতির ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবে ও উন্নয়ন করবে। উভয় দেশ বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা এবং একটি ন্যায়সঙ্গত বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

আরো পড়ুন: রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

চুক্তিতে আরো বলা হয়েছে, যদি কোনো পক্ষের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের হুমকি থাকে, তাহলে অপর পক্ষের অনুরোধে উভয় দেশ অবিলম্বে দ্বিপাক্ষিক আলোচনা চালু করবে এবং হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদি কোনো দেশ একাধিক রাষ্ট্রের দ্বারা হামলার শিকার হয় এবং যুদ্ধের অবস্থায় পড়ে, তবে অপর পক্ষ জাতিসংঘ সনদের ৫১ ধারার আওতায় এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার আইন অনুযায়ী সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করবে।

তাস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App