×

আন্তর্জাতিক

রতন টাটাকে নিয়ে এন চন্দ্রশেখরনের আবেগঘণ স্ট্যাটাস, মুহুর্তে ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম

রতন টাটাকে নিয়ে এন চন্দ্রশেখরনের আবেগঘণ স্ট্যাটাস, মুহুর্তে ভাইরাল

রতন টাটার সঙ্গে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। ছবি: সংগৃহীত

   

৯ অক্টোবর ভারতের ব্যবসায়ীদের আইকনিক নেতা এবং দানশীল রতন টাটার মৃত্যু হয়। তার এম আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রতন টাটার অবিস্মরণীয় জীবন এবং কাজের জন্য ভারতের শিল্প ক্ষেত্রে তিনি যে ছাপ রেখে গেছেন, তা আজীবন সবাই মনে রাখবে। এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজের লিঙ্কডইন পোস্টে রতন টাটার সঙ্গে কাটানো কিছু স্মৃতির কথা শেয়ার করেছেন।

তিনি লেখেন, রতন টাটার সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছিল ব্যবসায়িক আলোচনায়, কিন্তু পরবর্তীতে তা ব্যক্তিগত সম্পর্কের দিকে মোড় নেয়। ‘আমাদের সম্পর্ক সময়ের সাথে গড়ে উঠেছিল। আমরা গাড়ি থেকে শুরু করে হোটেল পর্যন্ত নানা বিষয়ে আলোচনা করেছি। তবে যখন কথায় অন্য কোন প্রসঙ্গ চলে আসত, তখন তিনি নিজের গভীর অনুভূতি ও পর্যবেক্ষণের বিষয়গুলো তুলে ধরতেন, বলেন চন্দ্রশেখরন।

চন্দ্রশেখরন ২০১৭ সালের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা স্মরণ করেন, যখন রতন টাটার সঙ্গে তিনি টাটা মোটরস এবং কর্মচারী ইউনিয়নের মধ্যে এক দীর্ঘস্থায়ী মজুরি বিরোধ সমাধানে কাজ করছিলেন। ওই সময়ে, রতন টাটা কর্মচারীদের সমস্যা নিয়ে আন্তরিকভাবে কথা বলেন এবং দ্রুত সমাধান নিশ্চিত করার জন্য আশ্বাস দেন। চন্দ্রশেখরন জানান, রতন টাটার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল কর্মচারীদের ভালো রাখা। এটি টাটা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানে একটি অভিন্ন দর্শন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো একটি আকর্ষণীয় গল্প শেয়ার করেন, যা টাটা গ্রুপের আইকনিক সদর দপ্তর ‘বম্বে হাউস’ এর পুনর্নির্মাণের বিষয়ে সম্পৃক্ত। ১৯২৪ সালে নির্মিত এই ঐতিহাসিক বিল্ডিংটি বহু বছর ধরে অপরিবর্তিত ছিল, ফলে এটি ‘মন্দির’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। যখন চন্দ্রশেখরন রতন টাটার সঙ্গে এই বিল্ডিংটির সংস্কারের আলোচনা করেন, তখন প্রথমে রতন টাটা তার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আপনি যখন ‘পুনর্নির্মাণ’ বলছেন, এর মানে কি ‘খালি করা’? চন্দ্রশেখরন তাকে নিশ্চিত করেন যে, সবকিছু কাছের একটি অফিসে স্থানান্তরিত করা হবে, এবং রতন টাটা প্রশ্ন করেন, ‘কুকুরদের কোথায় রাখা হবে?’ শেষে, চন্দ্রশেখরন তাকে নিশ্চিত করেন যে, কুকুরদের জন্য একটি কুকুরের আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে, যা শোনার পর রতন টাটার মুখে হাসি ঝিলিক দেখা দেয়।

এছাড়া, চন্দ্রশেখরন রতন টাটার অসাধারণ স্মৃতিশক্তি এবং নিখুঁত মনোযোগের বিষয়টি তুলে ধরেন। যতবারই তিনি কোনো জায়গায় যেতেন, সেখানে ছোটো থেকে বড়ো সবকিছুই তিনি মনে রাখতে পারতেন—সামান্য জিনিসের স্থান, আলো, রং—সব কিছু। তার স্মৃতি ছিল ফটোগ্রাফিক। বই এবং ম্যাগাজিনের বিষয়বস্তু পর্যন্ত তিনি মনে রাখতে পারতেন এবং সেই বিষয়ে কথা বলতেন বহু বছর পরেও-বলেন চন্দ্রশেখরন।

আরো পড়ুন: ফেসবুকে পূজোর ভোগ নিয়ে তসলিমা নাসরিনের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

চন্দ্রশেখরন তার পোস্টের শেষ অংশে বলেন, ‘এত কিছু বলার রয়েছে, তবে এখন এইটুকুই বলতে পারি। তার দৃষ্টি সবকিছু স্পষ্টভাবে ধরতে পারতো, যেমন তার মনের দৃষ্টিও সবকিছু পরিষ্কারভাবে অনুভব করতো।

মঙ্গলবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হয়ে রতন টাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । 

এনডিটিভি অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App