ইসরায়েলের ওপর অন্ত্র নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ছবি: সংগৃহীত
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ফরাসি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্র দিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এবং দেশটি বর্তমানে লেবাননে হামলা শুরু করেছে। খবর বিবিসির।
ম্যাক্রোঁর এই আহ্বানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বক্তব্য ‘অপমানজনক’ এবং ইসরায়েল নিজেকে রক্ষার জন্য ‘সভ্যতার শত্রুদের’ সঙ্গে ৭টি ফ্রন্টে একসঙ্গে লড়াই করছে।
নেতানিয়াহু আরো বলেন, সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে এবং স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত আগ্রাসন অব্যাহত রাখতে হবে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সাক্ষাৎকারে এও বলেন, ইসরায়েলে সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত। গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা উচিত নয়।
আরো পড়ুন: মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪
তিনি আরো বলেন, নেতানিয়াহু আমাদের কথা শুনছেন না। অনতিবিলম্বে সব পক্ষকে গাজায় অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।