×

আন্তর্জাতিক

গোল্ডেন আউল

৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম

৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি

গোল্ডেন আউল। ছবি: সংগৃহীত

   

অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের সমাধান হয়েছে। শেষ হয়েছে গোল্ডেন আউল গুপ্তধন খোজার মিশন। কারণ বুধবার (২ অক্টোবর) এটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক মিশেল বেকার। তিনি ঘোষণা করেন, আমরা গোল্ডেন আউল খুঁজে বের করার অধ্যায়ে সমাপ্তি করতে চাচ্ছি। কারণ গোল্ডেন আউলের ‘কাউন্টার-ব্রান্ড’ অবশেষে খুঁজে পাওয়া গেছে।

মিশেল বেকার একটি অনলাইন ডিসকর্ড বার্তায় জানান, আমরা নিশ্চিত করছি যে, গতরাতে গোল্ডেন আউল খুঁজে পাওয়া গেছে এবং এর সঠিক সমাধান আমাদের অনলাইন যাচাইকরণ সিস্টেমে জমা দেয়া হয়েছে। এখন সমাধান যাচাই প্রক্রিয়ায় রয়েছে। একইসঙ্গে তিনি জানান, এখন আর সঠিক স্থান খোঁজার জন্য ভ্রমণের প্রয়োজন নেই, কারণ সঠিক সমাধান অবশেষে পাওয়া গেছে। খবর লিবারেশনের।

প্রতিবেদনটিতে বলা হয়, গুপ্তধন খোঁজার এই অদ্ভুত খেলা শুরু হয়েছিল ১৯৯৩ সালে, রেজিস হাউসার (যিনি ম্যাক্স ভ্যালেন্টিন নামেও পরিচিত) এবং মিশেল বেকারের উদ্যোগে। খেলার উদ্দেশ্যে ছিলো একটি সোনা ও রুপার তৈরি চ্যাসোট (গুপ্তধনের প্রতীক), যেটি ফ্রান্সের কোথাও মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল তা খুঁজে বের করা। ২০০৯ সালে রেজিস হাউসার মারা যাওয়ার পর, দীর্ঘদিন এই রহস্যের সমাধান কেউ বের করতে পারেনি। পরবর্তীতে মিশেল বেকার ২০২০ সালে নতুন আরেকটি সূত্র প্রদান করে খেলাটি পুনরায় চালু করেন।

যদিও খেলাটি পুনরায় চালু হওয়ার পর গবেষকরা এ নিয়ে যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন। অনেক সমালোচক অবশ্য অভিযোগ করেছেন, মিশেল বেকার ইচ্ছাকৃতভাবে সমাধানটি দ্রুত সময়ে করতে চেয়েছে। দীর্ঘদিনের এই খেলাটি নিয়ে নানা মামলা-মোকদ্দমা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক প্রজন্মের গুপ্তধন সন্ধানীদের মাঝে ‘গোল্ডেন আউল’ উন্মাদনা সৃষ্টি করেছে।

তবে গুপ্তধন খুঁজে পাওয়ার ঘোষণার পর হাজারো মানুষ অনলাইনে লগইন করে এ খবর দেখে আবিভুত হয়েছেন। যাদের অনেকেই বছরের পর বছর ধরে গুপ্তধনটি খুঁজছিলেন। এখনো পর্যন্ত বিজয়ীর নাম প্রকাশ করা হয়নি, তবে সবার এখন একটাই  প্রত্যাশা—১১টি ধাঁধার সমাধান।

এই খেলাটি দীর্ঘ ৩১ বছর ধরে বহু মানুষকে উজ্জীবিত করেছে এবং এর সমাপ্তি অনেকের কাছেই ঐতিহাসিক এক মুহূর্ত।

আরো পড়ুন: শকুনের আক্রমণে আহত, হাসপাতালে ভর্তি

উল্লেখ্য, গোল্ডেন আউল একটি প্রতীকী গুপ্তধন। এর ভেতরে সোনা এবং রুপার তৈরি একটি চ্যাসোট রয়েছে। ফ্রান্সের একটি অজ্ঞাত স্থানে মাটির নিচে গুপ্তধনটি পুঁতে রাখা হয়েছিল। গোল্ডেন আউলের সন্ধানে বিভিন্ন ধাঁধার সমাধান করতে হয়।

লিবারেশন অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App