চীন গঠনে অগ্রসর হওয়ার আহ্বান জানালেন শি জিনপিং

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রবেশ করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এক জমকালো পদক বিতরণী অনুষ্ঠানে দেশটির বীর ও আদর্শ ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী দেশ গঠনের আহ্বান জানিয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে শি জিনপিং চীনের জাতীয় পদক এবং জাতীয় সম্মাননা উপাধির প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং জাতির এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন। আগামী মঙ্গলবার চীনের গণপ্রজাতন্ত্রের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ২ দিন আগে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খবর চায়না ডেইলির।
শি জিনপিং তার বক্তব্যে বলেন, সময়য় তার নিজস্ব প্রয়োজনে দেশের বীরদের আহ্বান জানায়। আর এর মধ্যদিয়েই সূচনা হয় একটি মহান যুগের। যখন বীররা সময়ে আহ্বানে সাড়া দেন, তখন পার্টি ও জনগণের উদ্দেশ্য হয় সমৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী হয়। এমনই বীরদের নিরলস প্রচেষ্টায় আমাদের জাতির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে। এটি চীনের পূর্ণাঙ্গ পুনর্জাগরণকে এক অপ্রতিরোধ্য ঐতিহাসিক পথে নিয়ে এসেছে।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১ হাজার দর্শকের মধ্যে আগের পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, উচ্চপদস্থ কর্মকর্তা, কলেজ শিক্ষার্থী এবং সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে শি জিনপিং চীনের বীরদের অবদানকে স্মরণ করিয়ে দেন। এসময় তিনি বলেন, এই বীরদের গল্প চীনের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে।
রবিবার সম্মানিত করা হয় চীনের বিপ্লবী যুদ্ধের প্রবীণ যোদ্ধা হুয়াং জংডেকে। তিনি এর আগে রিপাবলিক পদক পদক লাভ করেছেন। পাশাপাশি পদক প্রদান করা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে। তাকে ফেন্ডশিপ পদকে ভূষিত করা হয়।
এসময় চীনের প্রেসিডেন্ট বলেন, জাতীয় সমৃদ্ধি এবং জনগণের সুখের দিকে আমাদের লক্ষ্য থাকা উচিত। আমাদের ব্যক্তিগত লক্ষ্যগুলিকে বৃহত্তর জাতীয় স্বার্থের সঙ্গে একীভূত করতে হবে। দেশপ্রেমের চেতনা নিয়ে এবং জাতির সেবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের নিজেদের জীবনের মূল্যায়ন করতে হবে এবং দেশের প্রতি আমাদের নিষ্ঠা দেখাতে হবে।
দেশটির কমিউনিস্ট পার্টির এ নেতা বলেন, জাতীয় উন্নয়নে অবদান রাখতে আমাদের নিজেদের দক্ষতা উন্নত করতে হবে এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নতুন জ্ঞান ও সক্ষমতা অর্জন করতে হবে।
শি জিনপিং দেশের সকল মানুষকে জাতীয় উন্নতির জন্য নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি দায়িত্বশীল মনোভাব নিয়ে আমাদের দেশের স্বার্থে জাজ করে যেতে হবে। তবেই সাধারণ অবস্থানে থেকেও আমরা অসাধারণ ফলাফল অর্জন করতে পারবে।
চীনের উন্নয়নে অবদান রাখা এবং আন্তর্জাতিক বন্ধুত্ব তৈরি করা দৃঢ় বন্ধুদের প্রশংসা করে শি জিনপিং বলেন, আমরা শান্তি রক্ষার এবং পারস্পরিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের মানুষের সাথে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদেরকে উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলি মোকাবেলায় এবং সামাজিক ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে নতুন অগ্রগতি অর্জন করতে হবে।
সম্মাননার পর, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুয়াং জংডে আবেগপ্রবণ হয়ে বলেন, দেশের স্বাধীনতা, জনগণের মুক্তি এবং দেশের সমৃদ্ধির জন্য অগণিত বীর তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। তারাই প্রকৃত বীর।
আরো পড়ুন: চীনে ব্যাম্বু রিং বল খেলার মাধ্যমে জাতীয় ঐক্যের উদ্যোগ
২০১৯ সালে পিপলস আর্টিস্ট মেডেলপ্রাপ্ত চীনের অন্যতম সম্মানিত সাহিত্যিক ওয়াং মেং এসময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই সম্মাননা প্রদান জাতির মনোবল বাড়াতে এবং সামনের দিনগুলিতে দেশের বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।