×

আন্তর্জাতিক

গণহত্যার তদন্তে বাংলাদেশের সঙ্গে আলোচনা করলেন আইসিসি প্রসিকিউটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

গণহত্যার তদন্তে বাংলাদেশের সঙ্গে আলোচনা করলেন আইসিসি প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান। ছবি: আনাদোলু এজেন্সি।

   

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের সঙ্গে রোহিঙ্গা গণহত্যার তদন্ত নিয়ে আলোচনা করেছেন। তিনি চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের পরিকল্পনাও ঘোষণা দিয়েছেন।

করিম খান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে করিম খান রোহিঙ্গা গণহত্যার চলমান তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বাংলাদেশের নেতাকে অবহিত করেন। উল্লেখ্য, ২০১৯ সালে আইসিসি এই তদন্ত শুরু করেছিল। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনটিতে বলা হয়, বৈঠকে মুহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৩ দফা প্রস্তাব পেশ করেন। 

প্রস্তাবগুলো হলো 

  • জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে জরুরি সম্মেলন আয়োজন করে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধান নির্ধারণ
  • রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগকে পুনরুজ্জীবিত করা
  • রাখাইনে ২০১৭ সালে সংঘটিত গণহত্যার জন্য আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টা গড়ে তোলা।

ইউনুসের এই প্রস্তাব সম্পর্কে করিম খান বলেন, এই ৩টি প্রস্তাব যথার্থ।

এর আগে, গত জুলাই মাসে বাংলাদেশ সফরের সময় করিম খান রোহিঙ্গা গণহত্যার তদন্তে মিয়ানমারের সীমিত প্রবেশাধিকার নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানান এবং রোহিঙ্গাদের কল্যাণ শুধুমাত্র বাংলাদেশের দায়িত্ব নয় বলে জোর দেন।

এছাড়া বৈঠকে মুহাম্মদ ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক জুলাই-আগস্টের বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান। এই বিদ্রোহে ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২০ হাজারেরও বেশি আহত হয়। বিদ্রোহটি শেখ হাসিনার সরকার উৎখাতের মাধ্যমেও শেষ হয়।

আরো পড়ুন: হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত নর্থ নর্থক্যারোলিনা

জবাবে করিম খান জানান, বাংলাদেশ এই ধরনের অভিযোগ হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দায়ের করতে পারে। তবে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আনাদোলু এজেন্সি অবলম্বনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App