ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে অপসারণের আহ্বান মার্কিন হাউস স্পিকারের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
মার্কিন হাউস স্পিকার মাইক জনসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভাকে অপসারণের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মার্কারোভা জেলেনস্কির জন্য একটি মার্কিন সামরিক স্থাপনায় সফর আয়োজন করায় জনসনের এই ক্ষোভ প্রকাশ পায়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এক চিঠিতে মাইক জনসন বলেন, আপনি (জেলেনস্কি) বলেছেন, ইউক্রেনীয়রা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে চায় না। তবে এই সপ্তাহে রাষ্ট্রদূত মার্কারোভা এমন একটি সফর আয়োজন করেছেন, যা সেই উদ্দেশ্যের বিরোধী।
জনসনের দাবি, পেনসিলভানিয়ার স্ক্র্যান্টন আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জেলেনস্কির সফরটি একটি ‘রাজনৈতিকভাবে বিতর্কিত’ এলাকায় হয়েছে, যা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের ঘনিষ্ঠ এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে কোনো রিপাবলিকান প্রতিনিধিকে এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি বলেন, এই সফরটি ‘স্পষ্টতই ডেমোক্রেটদের সহায়তার জন্য পরিকল্পিত ছিল’, যা ‘নির্বাচনী হস্তক্ষেপ’ হিসাবে বিবেচিত হচ্ছে। এ ধরনের রাজনৈতিক কার্যক্রমের ফলে মার্কারোভার উপর রিপাবলিকানদের আস্থা নষ্ট হয়েছে এবং তাকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেয়া উচিত।
আরো পড়ুন: লেবাননে বিমান হামলায় নিহত ৭২, আহত ৪০০
মাইক জনসন আরো বলেন, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত জেলেনস্কি বা ইউক্রেনীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি।