গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) নতুন করে হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে গত বছরের অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা ৪১ হাজার ৪৩১ জনে পৌঁছেছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৯৬ হাজার মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। রাস্তায়ও অনেকে আটকা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না।
ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে। এ হামলার ফলে গাজার অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ১১ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আরো পড়ুন: মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর যা বললেন মোদি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তার অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে খান ইউনিসে আশ্রয় নিয়েছে।